
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকচাপায় সুমন নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধা ৭টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় শহর থেকে রাজমিস্ত্রীর কাজ শেষে সে বাড়িতে ফিরছিলেন। এ সময় চলন্ত ট্রাকের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সূমন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Posted ২:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin