
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তার নেয়া বুলেট গতির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। তাতেই কপাল পুড়ে আল নাসরের। বাকি সময়ে গোল না হওয়ায় সৌদি লিগে টানা দ্বিতীয় হার দেখে লুইস কাস্ত্রোর শিষ্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) সৌদি প্রো লিগের ম্যাচে আল-তাউনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আল-নাসর।
খেলার ৭ মিনিটে এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল আল নাসর। পুরো ম্যাচের মধ্যমণি রোনালদো। যার দিকে ভক্তদের চোখ থাকে বিরামহীন। কিন্তু সে সময়ে তার নেয়া শট গোলবারে লেগে ফিরে আসে।
প্রথমার্ধের ২০ মিনিটে পিছিয়ে পড়ে আল-নাসর। প্রতিপক্ষ তাউনের ফরোয়ার্ড লিয়ান্দ্রে তাওয়াম্বার গোলে লিড পায় দলটি। প্রথমার্ধের ওই গোলের পর দ্বিতীয়ার্ধেও গোল করতে পারেনি কোনো দলই।
খেলা শেষ বাঁশির দিকে গড়াতে থাকে। ম্যাচের তখন অতিরিক্ত সময়ের ছয় মিনিট বাকি। তাউনের ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে রোনালদোর নেয়া জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। দুর্দান্ত সেই শটটি ভক্তরা উপভোগ করেছেন, তবে তার চেয়ে বেশি পুড়িয়েছে আফসোসে। সেই আফসোসে পুড়েছেন রোনালদোও। শেষ পর্যন্ত আল-নাসরকে আবারও ধাক্কা দেন তাউনের বদলি খেলোয়াড় আহমেদ সালেহ বুহসাইন।
তার গোলে ২-০ ব্যবধানে হারের মুখ দেখে রোনালদোর দল। এ নিয়ে আল-নাসর পরপর দুই ম্যাচে হারল।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin