
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লা লিগার অভিষেক ম্যাচে দারুণ গোল করে রাঙিয়েছিলেন ইংলিশ খেলোয়াড় জুড বেলিংহাম। রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিয়েছিল রিয়াল। শনিবার আলমেরিয়ার বিপক্ষে দুই গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেছিলেন তিনি । তাতেই আলমেরিয়ারকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার রাতে আলমেরিয়ার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩ মিনিটের মাথায় সার্জিও আরিবাস গোল করে আলমেরিয়াকে লিড এনে দেন।
এরপর ১৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে নেন এ ইংলিশ খেলোয়াড়ই। আর ৭৩ মিনিটে রিয়ালের হয়ে নতুন মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রের প্রথম গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এই গোলের যোগানদাতাও বেলিংহামই। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
Posted ২:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin