
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আকাশ থেকে দেখলে মনে হবে, মেঘ ছাড়িয়ে মাথা উঁচু করে আছে সুবিশাল পাথরের টেবিল। কিছুটা অমসৃণ। পৃষ্ঠে সবুজের প্রলেপ। চারপাশে খেলা করছে ধূম্রমেঘ। তারা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সমতল থেকে এটি শত শত ফুট উঁচু। কিন্তু সেখানেও আছে নানা প্রজাতির প্রাণী, গাছগাছালি, ফুল-পাখি। এ যেন প্রকৃতির বিস্ময়। বারবার এটি মনে করিয়ে দেয় বিলুপ্ত পৃথিবীর স্মৃতি!
এ চিত্র লাতিন দেশ ভেনেজুয়েলার সমতলচূড়া রোরাইমা পর্বতের। প্রাগৈতিহাসিক অনেক কিছু এখনও বিদ্যমান আছে রোরাইমা ও এর আশপাশের প্রকৃতিতে। সেখানে এমন অনেক প্রাণী ও বৃক্ষ আছে, যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। সভ্য মানুষের পৃথিবী থেকে আলাদা এ যেন অন্য এক জগৎ। সূত্র : জিওলজি সায়েন্স, ডেইলি মেইল
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin