
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বগুড়া সদরে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদরের করতোয়া নদীর নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম।
তিনি বলেন, মরদেহটি পানিতে থাকায় পচে ফুলে গেছে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। ফলে তার দেহে আঘাতে কোনো চিহ্ন আছে কিনা তা প্রাথমিকভাবে বোঝা যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরো বলেন, পরিচয় জানতে নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin