
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
টাঙ্গাইলে দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ জনে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৭ জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় দুজন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন পাঁচজন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৮০ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী। এ সময় মৃত্যু হয়েছে চারজনের।
Posted ৬:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin