
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জ সদরে নিখোঁজের চারদিন পর নদী থেকে রকিবুল হাসান রকি নামে এক অটোচালকের পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার নরসুন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রকিবুল হাসান রকি যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের শাহিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার নিখোঁজ হন রকি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন। সোমবার সকালে নরসুন্দা নদীতে পা কাটা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রকির পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Posted ৮:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin