বুধবার ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হারানো বিড়াল খুঁজে পেতে রাবি শিক্ষার্থীর বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট

হারানো বিড়াল খুঁজে পেতে রাবি শিক্ষার্থীর বিজ্ঞপ্তি

নিজের পোষা বিড়াল খুঁজে পেতে ক্যাম্পাসে হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। একইসঙ্গে সন্ধানদাতাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তি দেওয়া ঐ শিক্ষার্থীর নাম তানিয়া খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এমন বিজ্ঞপ্তি লাগিয়েছেন তানিয়া।

হারানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সংলগ্ন পশ্চিমপাড়া থেকে বিড়াল ছানাটি নিখোঁজ হয়েছে। ছানাটির নাম সন্দেশ। গায়ের রঙ সম্পূর্ণ সাদা, লেজ সম্পূর্ণ বাদামী এবং মাথায় সামান্য বাদামী। ছানাটি হারানোর পর থেকে ওর সঙ্গী অসুস্থ হয়ে পড়েছে। খাওয়া বন্ধ করে সারাক্ষণ কান্নাকাটি করছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাস বা হল এরিয়াতে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বিড়াল ছানাটিকে দেখে থাকেন অনুগ্রহ করে জানাবেন। যদি কেউ শখ করে পালতে নিয়ে থাকেন, দয়া করে আরেকটি বাচ্চার কষ্টটা অনুভব করে হলেও ওকে দিয়ে দিন। বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে একা একা। সন্ধানদাতাকে কৃতজ্ঞতাস্বরূপ দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

তানিয়া খাতুন বলেন, আমি মেসে থাকার সময় সেখানে একটি বিড়ালের ৩টি বাচ্চা হয়। পরে একটি মারা যায়। এমন সময় ক্যাম্পাস ছুটি হয়ে যায়। আমার পরীক্ষা থাকায় আমি মেসেই থেকে যাই। তখন থেকে বিড়াল ছানাদুটিকে নিজের সন্তানের মতো আমি লালন করি। পরে হলে উঠলে সেখানে ছানা দুটিকেও নিয়ে আসি।

কিন্তু গত ৭ আগস্ট সেখান থেকে ‘সন্দেশ’ হারিয়ে যায়। তার শোকে বাকি ছানাটিও খাওয়া দাওয়া বন্ধ করে মুষড়ে পড়েছে। আমিও অনেক খোঁজাখুঁজি করছি। কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে আমি বাধ্য হয়ে বিজ্ঞাপন দিয়েছি। অনেক খোঁজ এসেছিল কিন্তু সেই বিড়ালগুলো আমার হারিয়ে যাওয়া ‘সন্দেশ’ নয়।

সন্ধানদাতাকে পুরস্কার দিবেন জানিয়ে তিনি বলেন, বিড়াল ছানা দুটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছি। একজন মায়ের কাছে সন্তানের যেমন মূল্য, আমার কাছে ছানা দুটিরও তেমন মূল্য। তাই তাকে ফিরে পেতে আমি ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(200 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]