
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের হলিডে মোড়ের সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুদ্দিনের বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, রোববার রাতে হোটেলে কক্ষ ভাড়া নেন তিনি। পরে তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। এ সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায় তারা। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin