
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
খুলনার রূপসায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ও রাতে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, মোদাচ্ছের শেখ (৪৮) ও ইকবাল শেখ (৩২)। তারা আনন্দনগর গ্রামের সরোয়ার শেখের ছেলে এবং দু’জনই ঘের ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঘেরে যাওয়ার সময় এলাকার অপর ঘের ব্যবসায়ী জের আলী শেখের ঘেরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল শেখ। রাত সাড়ে ১১টার দিকে ছোট ভাইকে খুঁজতে বের হন বড় ভাই মোদাচ্ছের শেখ। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
রূপসা থানার ওসি মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin