
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নাট্যদল অনুস্বর আনছে নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ থেকে ২৬ আগস্ট টানা চার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির চারটি প্রদর্শনী হবে। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী।
নাটকের গল্পে দেখা যাবে প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের আদেশপ্রাপ্ত হন তিনি। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে রাজজ্যোতিষীর কাজ নেন। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করেন তিনি; কিন্তু ব্যর্থ হন। তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় প্রেম, ছলনা আর বিশ্বসঘাতকতা।
নাটকে অভিনয় করেছেন এস আর সম্পদ, ফৌজিয়া করিম, মেরিনা মিতু, যাজ্ঞসিনী মৌ প্রমুখ।
Posted ৭:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin