
নিজস্ব প্রতিবেদক, | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীতে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বর্ণাঢ্য ৯ম ইনস্টলেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে হোটেল গ্রেস ২১ এ এই ইনস্টলেশন অনুষ্ঠিত হয়।
ক্লাব লুমিনাসের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু।
গভর্নর আশরাফুজ্জামান নান্নু বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। গভর্নরের পরামর্শক্রমে ২টি স্কুলে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের প্রজেক্ট হাতে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সব ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী এই ভ্যাকসিনেশনের আওতায় আসবে।
অনুষ্ঠানে শিক্ষা প্রজেক্টের অংশ হিসেবে আলোক শিক্ষালয়ের তিনজন হতদরিদ্র শিশুকে তাদের সারা বছরের শিক্ষা খরচ বৃত্তি হিসেবে দেয়া হয়। এছাড়া আরও ৮ জন শিশুর বৃত্তি প্রদানের অঙ্গীকারও করা হয়।
একই দিনে শিক্ষা উপকরণ প্রদানের অংশ হিসেবে নোয়াখালীর এক চরাঞ্চলের একটি স্কুলকে ৫০ সেট টেবিল-চেয়ার দেয়া হয়। এটি ছিল ক্লাব লুমিনাসের স্কুল উপকরণ প্রদানের ১৪তম প্রজেক্ট। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের ২০২৩-২৪ বর্ষের পরিষদ সদস্যদের পরিচয় করিয়ে দেন বর্তমান প্রেসিডেন্ট। ক্লাব লুমিনাসের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আবদুল্লাহ ক্লাবের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।
রোটারিয়ান পিপি মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী সাইফুল হক, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহিম, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান হাদী মিজান আল হোসাইন, ক্লাবের সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা, রোটারিয়ান মুনিরুজ্জামান, রোটারিয়ান কাজী কাওছার সুইট ও রোটারিয়ান রাজিব আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাব লুমিনাসের একটি কমিউনিটি ক্লাব-ফরিদপুরের আলফাডাঙ্গা আরসিসি কর্প প্রেসিডেন্ট সৈয়দ নাঈম আলী, সাইট সেভার্সের রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট ৩২৮১ এর পিডিজিরা, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টরা, লুমিনাস সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি ফারহানা পারভীন জামান অনুষ্ঠানে ক্লাব ফার্স্ট লেডি আইরিন ফেরদৌসকে রোটারি পিন পরিয়ে রোটারিয়ান হিসেবে বরণ করে নেন। রোটারিয়ান পিপি শহিদুল ইসলাম ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন। পরে একটি নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin