
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর বটতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ঐ বৃদ্ধ। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।
Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin