
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আর কয়টা দিন পর শুরু হবে এশিয়া কাপ। এ আসরের জন্য মিরপুরে এশিয়ান স্কোয়াডের খেলোয়াড়রা অনুশীলন করছেন। এরই মধ্যে ছিলেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিন্তু হঠাৎ করেই এশিয়া কাপের জন্য ছুটি চেয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এই ছুটি চেয়েছেন শান্ত। এরই মধ্যে টিম ম্যানেজমেন্ট ও হেড কোচ হাথুরুসিংহেকে ছুটির বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি। যদিও এ ব্যপারে তেমন কিছু জানায়নি বোর্ড।
গত ১৬ আগস্ট ইন্সটাগ্রামে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন শান্ত। জানিয়েছেন পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন বাংলাদেশি এই ব্যাটার।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin