
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দ্বিতীয় সন্তানের মা হলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে খবরটি নিশ্চিত করেছেন তিনি ও তার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান।
সেরেনার স্বামী ও আমেরিকার ব্যবসায়ী ওহানিয়ান তার অফিশিয়াল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘স্বাগতম, আদিরা রিভার ওহানিয়ান। আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আমাদের ঘর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একজন সুস্থ নবজাতক এসেছে আমাদের ঘরে। মা-ও সুখি ও সুস্থ আছে।’ ওহানিয়ানের শেয়ার করা ছবিতে সেরেনা ও তার দুই সন্তানও ছিলেন।
ওহানিয়ান-সেরেনা দম্পতি প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালের ১ সেপ্টেম্বর। তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান অ্যালেক্সিস ওলিম্পিয়া। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার।
ওহানিয়ান আরো লেখেন, ‘কৃতজ্ঞতা অনুভব করছি। সেরেনা উইলিয়ামস, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছো। যারা আমার স্ত্রী ও আমাদের কন্যাকে দেখাশোনা করেছেন সেসব অসাধারণ মেডিকেল স্টাফদের ধন্যবাদ। অলিম্পিয়ান ওহানিয়ানকে তার শিশু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটি আমি কখনই ভুলব না।’
৪১ বছর বয়সী সেরেনাও নতুন জন্ম দেওয়া সন্তানসহ পরিবারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টিকটকে। মার্কিন কৃষ্ণকলি ২০২২ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন খেলার পর পেশাদারি টেনিসকে বিদায় জানান।
Posted ১:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin