
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হয়েছেন। বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার সময় টাভার অঞ্চলে প্রিগোজিনসহ ১০ আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন।
প্রিগোজিনের এমন আকস্মিক মৃত্যুর জন্য অনেকই অভিযোগের আঙ্গুল তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। কারণ মাত্র দুই মাস আগে তার সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন।
গত ২৩ জুন প্রায় ২৫ হাজার সেনা নিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সারাবিশ্বের নজরে এসেছিলেন প্রিগোজিন। এ বিদ্রোহের পর প্রিগোজিনের উপর বেজায় ক্ষিপ্ত হয়েছিলেন পুতিন। তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছিলেন তিনি। এছাড়া প্রিগোজিনের এ বিদ্রোহকে পেছন থেকে ছুরি মারার সঙ্গে মিলিয়েছিলেন তিনি।
সেই বিদ্রোহের প্রতিশোধ নিতে প্রিগোজিনকে পুতিন দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার কড়া সমালোচক বিল ব্রাউডার। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই এই বিমান বিধ্বস্তের পেছনে রয়েছেন পুতিন।
তিনি আরো বলেছেন, পুতিন এমন একজন মানুষ যিনি কখনো কিছু ভুলেন না, ক্ষমা করেন না। প্রিগোজিন মূলত পুতিনের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছিলেন। পুতিনকে যখন আপনি দুর্বল হিসেবে প্রকাশ করেন তখন এমনটিই হয়।
এদিকে বিদ্রোহের দিনই পুতিনের সঙ্গে আপোষ করেন প্রিগোজিন। ওইদিন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন এবং চুক্তি করেন নিজ সেনাদের নিয়ে বেলারুশে চলে যাবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, প্রিগোজিন বিদ্রোহ থামানোর চুক্তি করে নিজের জন্য স্পেশাল ডেথ ওয়ারেন্টে স্বাক্ষর করেছিলেন।
তিনি আরো বলেছেন, প্রিগোজিনকে সরিয়ে দেওয়ার বিষয়ট দেখিয়েছে পুতিন তার নিজস্ব নৃসংসতার জন্য কাউকে ক্ষমা করেন না।
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin