
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গত জুনে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের পর থেকে বাহিনীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল। বুধবার রাতে বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনসহ ওই বিমানে থাকা ১০ জন আরোহীর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ‘এমব্রায়ের লিগ্যাসি’ নামের ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত ও প্রিগোজিনের মৃত্যুর সংবাদের পর এখন পর্যন্ত চারটি দেশের প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোন দেশ কি বলছে দেখে নেওয়া যাক।
যুক্তরাষ্ট্র: বিমান বিধ্বস্ত হওয়ার নেপথ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই বাহিনীটি যে রাশিয়ার নিশানায় থাকবে তা আমি আগেই ধারণা করেছিলাম। আমি জানি না কি ঘটেছে, কিন্তু আমি অবাক নই। নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অবশ্য এর আগেও গত জুলাইয়ে প্রিগোজিনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
Posted ৫:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin