শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মায়ের নির্দেশে ২০ লাখ টাকায় রাস্তা করে দিলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মায়ের নির্দেশে ২০ লাখ টাকায় রাস্তা করে দিলেন ছেলে

দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ ছিল সিলেটের লন্ডনি রাস্তা। এতে দুর্ভোগের মধ্যে ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি সংস্করণে স্থানীয় জনপ্রনিধিদের কাছে বারবার ধরণা দিলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। এজন্য মায়ের নির্দেশে দুর্ভোগ এড়াতে এলাকার রাস্তা তৈরী করে দিলেন সিলেটের এক ব্যবসায়ী।

জনদুর্ভোগ এড়াতে এলাকার মানুষের জন্য নিজ উদ্যোগে দুইটি রাস্তার প্রায় ৪০০ ফুট আরসিসি ঢালাই করে দিয়েছেন সিলেটের ব্যবসায়ী রানা শেখ। মা শেখ রুপা বেগমের নির্দেশেই তিনি এই মহৎ কাজের উদ্যোগ নেন। তার এমন কাজে প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের লন্ডনি রোডের ২নং রাস্তার প্রায় ৩০০ ফুট জরাজীর্ণ রাস্তা ও পাশের আরেকটি ১০০ ফুটের রাস্তার আরসিসি ঢালাই করে দিয়েছেন ব্যবসায়ী রানা। এতে তার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে।

লন্ডনি রোডের অগ্রণী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘রানা শেখ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভালো মনের মানুষ। এলাকাবাসী দীর্ঘদিন থেকে এই রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়ে আসছিল। শেষমেশ রাস্তাটি রানা শেখের হাত ধরেই ব্যক্তিগত উদ্যোগে পাকা হলো। এজন্য আমরা এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিষয়টি নিয়ে রানা শেখ বলেন, রাস্তাটির বেহাল দশা দেখে ও এলাকার মানুষের দুর্ভোগ দেখে আমার মা আমাকে রাস্তাটি পাকা করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় আমি কাজটি সমাপ্ত করতে পেরেছি এজন্য ভালো লাগছে। এ কাজের জন্য আমার এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(199 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]