
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান। গ্রেফতার সেলিম গজলার চারঘাট থানার ঝিকরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন।
পরে অভিযান চালিয়ে আসামির দেহ তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আসামির মোটরসাইকেল থেকে ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে পূর্বের হত্যা ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চারঘাট থানায় দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin