শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল বিষাদে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল বিষাদে

পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী মিলে ঢাকা থেকে ভ্রমণে যাচ্ছিলেন সিলেটে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে আনন্দ ভ্রমণ রূপ নেয় বিষাদে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাশিরদিয়া নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ৭ জন মারা যান। মুমূর্ষু অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন- সবুজ, আরিয়ান, আলামিন, রাজু, আলামিন, আব্দুল আওয়াল, মাইক্রোবাসচালক নাসির।

আহতরা হলেন- সাকি, পারভেজ, দোয়েল, মিঠুন। হতাহত সবাই সাভার এসবি নিটিং লিমিটিডের কর্মকর্তা-কর্মচারী।

পুলিশ জানায়, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহত হয় ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেয়ার পথে ১ জন ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যায়। গুরুতর আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত আলামিনের স্বজন আসিফ বলেন, আমার নিহত বড় ভাই সাভার থেকে সহকর্মীদের সঙ্গে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। রাতেও ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এখন ভাই আর নাই।

সাভার এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মীর সিহাব উদ্দিন জাকির বলেন, হতাহতরা সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী। তারা ঘুরতে সিলেট যাচ্ছিলেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাশিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(199 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]