
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে সোহেব (৫) ও ওমর (৪) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোহেব ওই ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মনজুর রহমান ও ওমর একই এলাকার সবুজের ছেলে। তারা চাচাতো ভাই।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোহেব ও ওমর। তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। দুপুরে একটি পুকুরে দু’জনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin