
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসর্ম্পণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই ছাড়া পান ট্রাম্প। এরপর কারাগার থেকে নিউজার্সিতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে উদ্দেশে রওনা দেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।
কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।
এর আগে বুধবার (২৩ আগস্ট) ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এ মামলার অন্য আসামিরা আত্মসমর্পণ করেন। নতুন অভিযোগের কারণে ট্রাম্পসহ ১৯ জনকে ২৫ আগস্ট দুপুরের মধ্যে আত্মসমর্পণ করার সময়সীমা ছিল।
গত সোমবার (১৪ আগস্ট) জর্জিয়ার ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি নির্বাচনী ফল পাল্টে দেয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জারি করেন। এরপর আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।
এরপর সোমবার (২১ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি আত্মসমর্পণ করতে।’
Posted ২:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin