সোমবার ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রেফতারের ২০ মিনিট পর ছাড়া পেলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

গ্রেফতারের ২০ মিনিট পর ছাড়া পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসর্ম্পণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই ছাড়া পান ট্রাম্প। এরপর কারাগার থেকে নিউজার্সিতে ফিরে যাওয়ার জন্য বিমানবন্দরে উদ্দেশে রওনা দেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।

কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।

এর আগে বুধবার (২৩ আগস্ট) ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এ মামলার অন্য আসামিরা আত্মসমর্পণ করেন। নতুন অভিযোগের কারণে ট্রাম্পসহ ১৯ জনকে ২৫ আগস্ট দুপুরের মধ্যে আত্মসমর্পণ করার সময়সীমা ছিল।

গত সোমবার (১৪ আগস্ট) জর্জিয়ার ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি নির্বাচনী ফল পাল্টে দেয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জারি করেন। এরপর আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।

এরপর সোমবার (২১ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি আত্মসমর্পণ করতে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(177 বার পঠিত)
(164 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]