
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কিলঘুষিতে মোশারাফ নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওভোগ বেপারিপাড়া এলাকার এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কাউসার (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাবুরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে।
নিহত মোশারফ (৩৫) বরিশাল জেলার উজিরপুর থানার কাজিরা এলাকার মৃত খালেকের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া এসআই মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে চায়ের দোকান খোলার পর কাউসার নামে এক ব্যক্তি দোকানে আসেন; আর চা দিতে বলেন। এ সময় দোকানি আগের বাকি টাকা চাওয়ায় কাউসার ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারেন। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন মোশারফ। পরে স্থানীয়রা তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যায় তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ রয়েছে।
তিনি আরো জানান, মোশারফ বেপারী পাড়ায় একা বসবাস করতেন। তার স্বজনরা বরিশাল বসবাস করেন।
Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin