
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের টঙ্গীতে থাকতেন।
বনানী থানার এসআই এজাজুল হক জানান, বনানী নৌ সদর দফতরের সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রডবোঝাই ট্রাকটি। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, টঙ্গীর কারখানা থেকে ট্রাকে করে রড নিয়ে ঢাকার হাজারীবাগ যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। ট্রাকচালক শাহজাহানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক মর্গে রাখা হয়েছে।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin