
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আজ রোববার ছিল প্রথম দফা আবেদনের শেষ দিন। তবে এই আবেদনের সময় বাড়ানো হয়েছে। প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
রোববার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ, মাদরাসায় অধ্যয়নরত স্নাতক (পাস ও অনার্স/ সমমান) পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সহায়তা নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দেওয়ার অনলাইনে আবেদনের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ৭ আগস্ট থেকে এ সহায়তা পেতে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়। যা ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যে এতে আরেক দফা সময় বাড়ানো হয়েছে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে www.eservice.pmeat.gov.bd/admission প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin