সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নিভলো ২৮ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নিভলো ২৮ ঘণ্টায়

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ড শুরুর প্রায় ২৮ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দিলো ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। প্রায় ৬ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। পরবর্তীতে প্রতিটি দোকান এবং জায়গা তল্লাশি করে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে পুরোদমে আগুন নির্বাপণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগে, ৩টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ করতে একে একে যোগ দেয় ১৭টি ইউনিট। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে সার্চ করে শুক্রবার সকালে পুরোদমে আগুন নির্বাপনের ঘোষণা দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে শুরুর দিকে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের পাওয়া যায়নি। পরবর্তীতে কলাপসিবল গেট ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢোকেন। উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হয়। যেহেতু এখানে টিন, কাঠ এবং বিভিন্ন ধাহ্য পদার্থ ছিল এবং একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ধারণা করা হচ্ছে এসি থেকে হতে পারে। কোথাও যেন কোনো ধরনের আগুনের ফুলকি পড়ে না থাকে সেজন্য অধিকতর সার্চ করার পর যখন ফায়ার সার্ভিস অবগত হয় আগুনের কোনো কিছু আর অবশিষ্ট নেই, তখনই নির্বাপণের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(163 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]