
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। যেখানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। তবে দলের হাল ধরেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.৩ ওভারে চার উইকেটে ১০২ রান।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন অভিষেকে শূন্য রানে আউট হওয়া তানজিদ হাসান তামিম।
নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই লিটনকে বোল্ড করেন মোহাম্মদ শামি। এ ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন টাইগারদের সহ অধিনায়ক।
এরপর বাইশ গজে আসেন এনামুল হক বিজয়। ম্যাচের চতুর্থ ওভারের শুরুতেই শার্দুল ঠাকুরের শর্ট লেংথের বলটি পুল করতে গিয়ে বোল্ড হন তামিম। আউট হওয়ার আগে তিন বাউন্ডারিতে ১৩ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
দলের হাল ধরতে ক্রিজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এরপরই উইকেট বিলিয়ে দেন এনামুল হক বিজয় (৪)। এ ম্যাচে দুইবার জীবন পেয়েও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী মিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের শেষ বলে অক্সারের ঘূর্ণিতে রোহিতের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৩ রান করেন এ ডানহাতি ব্যাটার।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তবে সাকিব-হৃদয় জুটিতে চাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে টিম টাইগার্স। এখন তাওহীদ হৃদয় ২৫ ও ৩৭ রানে ব্যাটিং করছেন সাকিব।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin