
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বরিশালের সাংবাদিক ইফতি আহম্মেদ শুভকে গত ২৬ আগষ্ট-২০২৩ তারিখ রাজবাড়ী থেকে ফেরার পথে কতিপয় দূর্বিত্তেরা তাকে রাজবাড়ী থেকে অপহরন করে ও তার জিমেইল আইডির পাসওয়ার্ড, বিকাশ পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড এবং ব্যবহার করা ভিবো মোবাইলটাও ছিনিয়ে নেয় এবং তা অস্ত্রের মুখে।
বেলা ২টা থেকে রাত্র ১টা পর্যন্ত জিম্মি রাখার পর মুক্তিপন রেখে ছেড়ে দেয়।
এরপর ২৮ সেপ্টেম্বর অপহরনকারীগন ও ৩ সেপ্টেম্বর আরেকটি পোষ্ট দেয় যা অত্যান্ত আপত্তিকর। এবার তারা ৫০.০০০/ টাকা আরো দাবি করছে, না দিনে ধর্ম বিরোধী রাষ্ট্র বিরোধী, অসামাজিক ও মাদক কিংম্বা অস্ত্র সম্পৃক্ত, অথবা এ আইডির মাধ্যমে কারো কাছে ঠাকা পয়সা চেয়ে কাউকে ব্লাকমেইল বা বিভ্রান্ত করতে পারে।
এ ব্যাপারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ করেছেন শুভ।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin