
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার জরিনা কলেজ গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে মো. রিফাত রহমান এবং সিফাত রহমান।
পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার জরিনা কলেজ গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ গ্রাম হেরোইনসহ দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মূল্য চার লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin