
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজবাড়ীতে রুপার অলংঙ্কার, চোরাই মোবাইল, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খানখানাপুর রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো. আলামিন শেখ (২৭) ও মো. সুমন মাতব্বর (২৫)। আলামিনের পিতার নাম ইস্রাফিল শেখ। অপরজন বাদল মাতব্বরের ছেলে। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার দামেরচর গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, সদর উপজেলার খানখানাপুরে রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ১৬.৯ ভরি রুপার অলংঙ্কার, নগদ ৪১ হাজার টাকা, তিনটি চোরাই মোবাইল ও আটককৃতদের ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা চোর চক্রের সদস্য।
তিনি আরও জানান, আটকৃতদের মধ্যে অলামিনের নামে চুরি ও অস্ত্রসহ ৪টি ও সুমন মাতুব্বরের নামে চুরি ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। রাজবাড়ী সদর থানায় তাদের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin