
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ভারতে বিরোধী দলগুলো বিশেষত কংগ্রেস বরাবরই অভিযোগ করে আসছে, গণমাধ্যমের একটি অংশ তাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচিতেও মিডিয়া কভারেজ নিয়ে এমন অভিযোগ ছিল কংগ্রেসের। বৃহস্পতিবার বিকেলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ১৪ টিভি উপস্থাপককে বয়কটের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, অত্যন্ত বিষন্ন মন নিয়ে এটা করতে হচ্ছে। ইন্ডিয়া জোটের মিডিয়া কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্তটি নিয়েছি। আমরা এসব উপস্থাপকদের বিরোধিতা করছি না। আমরা তাদের কাউকেই ঘৃণা করি না। কিন্তু আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি। আমরা আমাদের ভারতকে ভালোবাসি।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin