
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা ঢাবি শিক্ষার্থী কাজী ফিরোজের সুইসাইড নোট পাওয়া গেছে।
২০ সেপ্টেম্বর (বুধবার) রাত ১২:৪৫ মিনিটে তার টেবিলে রাখা প্যাডে লেখা ছিলো, মানুষ বাঁচে তার সম্মানে। আজ মানুষের সামনে আমার যেহেতু সম্মান নাই। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নাই। আমারে মৃত্যুর দায়ভার একান্ত আমার। স্যরি মা! বাড়ি থেকে তোমাকে দিয়ে আসা কথা রাখতে পারলাম না। আমার জীবন নিয়ে হতাশ।
এই পৃষ্ঠার উপরে ১৯/০৯/২৩ তারিখ এবং নিচে ফিরোজের নাম ও রাত ১১:০৩ সময় উল্লেখ করা ছিল।
পৃষ্ঠার বাকি অর্ধেকে ‘‘রাত ১১টা ৫ মিনিট “সময় উল্লেখ করে ফিরোজ লিখেন, ‘আমার ওয়ালেটের কার্ডে কিছু টাকা আছে। বন্ধুদের কাছে অনুরোধ রইলো মায়ের হাতে দিতে। আমার লাশের পোস্টমর্টেম না করে যেন বড়িতে পাঠিয়ে দেয়া হয়। কোনোরূপ আইনি ঝামেলায় কাউকে যেন জড়ানো না হয়। সবাই বাঁচুক, শুধু শুধু পৃথিবীর অক্সিজেন আর নষ্ট করতে চাই না।’’ এই লেখার নিচে আবারও লেখা রয়েছে, ‘ফিরোজ।’
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে পড়ে মারা যান একজন শিক্ষার্থী। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২:৪৫ মিনিটে ব্লক থেকে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত অন্য ছাত্ররা তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।
নিহত ছাত্রের নাম কাজী ফিরোজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক এই ছাত্রের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin