
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পা থেকে মোজা খুলে ব্যতিক্রমী এক বিশ্বরেকর্ড গড়েছে কানাডার এক কুকুর। অস্ট্রেলিয়ার শেপার্ড প্রজাতির এই কুকুরটি নাম দাইকুইরি। জনপ্রিয় টিভি শো ‘লো শো দেই রেকর্ড’-এ অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ে সে।
জানা যায়, এক মিনিটে ১১ স্বেচ্ছাসেবীর ২১ জোড়া পা থেকে মোজা খুলে এই রেকর্ড গড়ে কানাডার কুকুরটি। টিভি শো’তে অংশ নেয়ার লক্ষ্যে কানাডা থেকে ইতালির মিলানে কুকুরটি নিয়ে আসেন মালিক জেনিফার ফ্রেসার।
ওই অনুষ্ঠানে একজন প্রতিযোগী নিজের কৌশল তুলে ধরতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় পায়। ১১ নারী মঞ্চে মোজা পায়ে প্রবেশ করেন এবং চেয়ারে সারিবদ্ধভাবে বসেন।
কানাডার কুকুর দাইকুইরি নির্ধারিত ১ মিনিটে প্রথম ধাপে ২০টি মোজা খুলতে সক্ষম হয়। কিন্তু তাতে রেকর্ড গড়া সম্ভব হয়নি দাইকুইরির। দ্বিতীয়বারের চেষ্টাতেই কানাডার কুকুরটি আগের রেকর্ড ভেঙে দেয়। এবার সে ২১টি মোজা খুলে নিতে সক্ষম হয়।
এবারই যে প্রথম রেকর্ড গড়েছে দাইকুইরি তা নয়। আরও একাধিক বিশ্ব রেকর্ড দখলে রয়েছে দাইকুরির। অনুষ্ঠান শেষে যাওয়ার আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আরও একবার চমকে দেয় কানাডার কুকুরটি। রেকর্ডের সনদটি মালিক জেনিফার নেওয়ার পর তা দাইকুইরিকে দেওয়া হলে সামনের দুই পা দিয়ে তা ধরে দাঁড়িয়ে থাকে দাইকুইরি।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin