
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদ রনি পলোয়ান নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ রনি পলোয়ান চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে।
জানা গেছে, সকালে ফটিক বাড়ির এক নারী বাগানে রনির রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহটি রনির শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
Posted ৭:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin