
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষা শেষে খোকন মিয়াকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
থানা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের জনৈক গৃহবধূকে (২০) ধর্ষণ করেন একই গ্রামের মণ্ডলপাড়ার ভুট্টু মিয়ার এইচএসসি পরীক্ষার্থী ছেলে খোকন মিয়া। ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ৮ মার্চ দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের কথা শুনেই ধর্ষক খোকন মিয়া আত্মগোপনে চলে যান।
কিন্তু চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হলে খোকন আত্মগোপন থেকেও পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি উপজেলার কাঠারবিল পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। এ অবস্থায় প্রতিদিনের মতো সোমবার পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাজারে গেলে বিষয়টি গোপন সূত্রের মাধ্যমে পুলিশের কাছে পৌঁছে। এ খবরে তৎক্ষণাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীনুর রহমান বাজারে গিয়ে ধর্ষক খোকন মিয়াকে গ্রেফতার করেন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin