
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
টাঙ্গাইলের সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সারা দেশ থেকে অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ট্রাকযোগে এনে জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, একটি কাভার্ডভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সে গাড়িটি আটক করা হয় এবং গাড়িতে থাকা ১০ টনের মতো পলিথিন জব্দ করা হয়।
এছাড়াও গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin