
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া জলপাইতলা এলাকায় জিলসিড়ি বাসচাপায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাপাসিয়ার জলপাইতলা এলাকায় বাসাচাপায় শিক্ষক নুরুল আমীন মারা যান। কাপাসিয়া থানার এসআই মিঠুন বৈদ্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে।
নিহত শিক্ষক নুরুল আমীণ মনোহরদী কোঁচের চর দাখিল মাদরাসা শিক্ষক। তিনি কাপাসিয়া টোক নগর গ্রামের জয়নালের ছেলে। তার দুটি ছেলে রয়েছে।
নিহতের শ্যালক আসাদুল্লাহ মাসুম জানান, আমার বোনজামাই সকালে মাদরাসার যাওয়ার পথে জলপাইতলা সড়ক পারপারের চেষ্টা করেন। এ সময় ঢাকা কিশোরগঞ্জগামী একটি জলসিড়ি বাসা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. লায়লা আখতার জানান, সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin