
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রায় সব মানুষেরই প্রিয় একটি খাবার হলো গরুর মাংস। তাই লেবুপাতা দিয়ে গরুর মাংস রাঁধার মজার একটি রেসিপি দেওয়া হলো আজ। দেখে নিন রেসিপিটি-
উপকরণ
গরুর মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মসলা কয়েকটি, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লেবু পাতা ৭/১০টি।
প্রণালী
তেল গরম করে পিঁয়াজ বাদামি করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন। পরিমাণ মতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবুপাতার গরুর মাংস।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin