শনিবার ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে

‘জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ২০২৩’ আগামী ১৩ অক্টোবর, শুক্রবার, ঢাকাস্থ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে।

দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের জন্য ‘গেম-চেঞ্জার’ করার প্রতিশ্রুতি নিয়ে এগ্রিন ফাউন্ডেশন সম্মেলনটি আয়োজন করেছে। অনন্য এই উদ্যোগটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে যেখানে দেশের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, অভিজ্ঞ বক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে খোলামেলা আলোচনা করার সুযোগ থাকবে।

যুব উদ্যোক্তা শীর্ষ সম্মেলনটি ৩টি সেক্টর যেমন কৃষি, ই-কমার্স এবং রিয়েল এস্টেটকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশগ্রহণ করবে ২০ থেকে ৩৫ বছর বয়সী ২০০ জন পুরুষ এবং মহিলা যার বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা হতে আগ্রহী। ঢাকার ৪২ টিরও বেশি সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ক্লাব, বিজনেস ক্লাব এবং ক্যারিয়ার ক্লাব থেকে নির্বাচিত সদস্য ও শিক্ষার্থীরা এতে উপস্থিত থাকবেন।

‘স্মার্ট বাংলাদেশের পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ নীতিকে সামনে রেখে সম্মেলনটি নেটওয়ার্কিং করার সুযোগ করে দেবে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জ্ঞান এবং অনুপ্রেরণা দিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হবে সম্মেলনটিতে। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। র’দিয়া আইএনসি সম্মেলনটি ‘আউটরিচ পার্টনার’। অতিথি বক্তাদের লাইনআপ, ইন্টারেক্টিভ সেশন এবং হাতে কলমে শেখার কর্মশালায় আগ্রহীরা সম্মেলনটি অংশগ্রহণের জন্য দেখুন fb.com/events/1202319930609496

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]