
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া খাতুনকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর থেকে তাদের ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ড়েন রাবেয়া। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে ঝগড়ার হচ্ছিল। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে আটক করা হয়েছে।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin