নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বরিশালের গৌরনদী উপজেলার ভিমেরপাড় এলাকায় একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে ওই এলাকার নাসির হাওলাদার নামের এক দিনমজুরের বসতঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কাঠের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘর মালিকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin