
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কক্সবাজারের মহেশখালীতে গ্লাসে পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এহেছান নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালীর মগরিয়াকাটা এলাকায় তাকে হত্যা করা হয়।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সোহেল বড় মহেশখালীর মগরিয়াকাটা আমতলী গ্রামের উসমানের ছেলে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, বুধবার (১৫ নভেম্বর) রাতে বড় মহেশখালী আমতলী দোকানের ভেতর গ্লাসে পানি খাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে ঐ কথা কাটাকাটির জেরে মগরিয়াকাটা আমতলী এলাকায় এহেছান নামের ঐ যুবক প্রকাশ্যে সোহেলকে গুলি করে হত্যা করেন। তাকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় আরো পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে পাঠিয়েছেন।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin