নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নামবে। যে ম্যাচে ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা ঘরে তোলা আর অস্ট্রেলিয়ার লক্ষ্য হেক্সা মিশন কমপ্লিট করা।
নিজেদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে যোগ্য দুটি দল। ভারত একমাত্র দল যারা এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম দুটি ম্যাচে হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন ফাইনালে অবস্থান করছে।
এবারের বিশ্বকাপ যেন ব্যাটারদের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৩৯টি। সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। হাফসেঞ্চুরি হয়েছে ১১৬টি। সবার চেয়ে বেশি ৭১১ রান বিরাট কোহলির। ১১৬ রান কম করে দুইয়ে ডি কক। ৪৭ ম্যাচে ছয় হয়েছে ৬৩৬টি, চার ২ হাজার ২০৪টি।
ব্যাটারদের আসরে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ শামি। ২৩ শিকার ভারতীয় এ পেসারের। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগার তারই। এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা।
একনজরে আসরের শীর্ষ পাঁচ উইকেট শিকারি
মোহাম্মদ শামি (ভারত): ২৩ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২২ উইকেট
দিলশান মধুশাঙ্কা (শ্রীলংকা): ২১ উইকেট
জেরাল্ড কোয়েৎজে (দক্ষিণ আফ্রিকা): ২০ উইকেট
জাসপ্রিত বুমরাহ (ভারত) : ১৮ উইকেট
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) : ১৮ উইকেট
Posted ৭:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin