
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকার দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। এ প্রেক্ষিতে রোববার দুপুরে ঢাকা-৬ ও ঢাকা-৮ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
এর আগে তিনি শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই ঢাকার-৬ ও ৮ সংসদীয় আসন থেকে ফরম সংগ্রহ করেন। রোববার বেলা ১২টায় ফরম জমা দেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সাধ্যমতো নৌকার বিজয় নিয়ে আসার চেষ্টা করব।
তিনি বলেন, আমি যখন মেয়র ছিলাম তখন মানুষের উন্নয়নে কাজ করেছি। তাই আমার বিশ্বাস, মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেবে।
Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin