
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলছে এই ছবি। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সালমান, ইমরান, ক্যাটরিনা-সহ ছবির কলাকুশলীরা। সেখানেই ইমরানের সঙ্গে এ কী কাণ্ড করে বসলেন ভাইজান? দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের।
সাংবাদিক বৈঠক চলাকালীন ‘টাইগার ৩’ নিয়ে কথা বলছিলেন সালমান। তিনি বলেন, ‘এই ছবিতে ক্যাটরিনা রয়েছে। তাই খানিকটা রোম্যান্সতো থাকতেই হবে’।
এর পরেই ইমরানের দিকে তাকান সালমান। মুচকি হেসে সালমান বলেন, ‘যদি ইমরান আতিশের চরিত্রে অভিনয় না করতো, তাহলে তো এটা হয়েই যেত’। এরপরেই ইমরানের দিকে এগিয়ে যান, এবং সকলের সামনেই তাকে চুমু খেয়ে বসেন।
তবে সালমান মজা করেই এমন কাণ্ড করেছেন। ক্যামেরাতে দেখানোর জন্যই চুমুর অভিনয় করেছেন। তারপরেই হাসিতে ফেটে পড়েন সকলে।
রমরমিয়ে চলছে সালমান ক্যাটরিনার ‘টাইগার ৩’। মুক্তির প্রথম দিনেই ছবির আয় ছিল ৪৪.৫০ কোটি টাকা। টাইগার ৩ ভারতে মোট ২২৯ কোটি ( ১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত মোট ৩০০ কোটি।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin