
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
একাত্তরে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয় ২০ নভেম্বর। দিনটি ছিল শনিবার। এদিন কলকাতায় থিয়েটার রোডে অস্থায়ী বাংলাদেশ সরকার সদর দপ্তরের সামনে ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুক্তিবাহিনীর প্রধান ও প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীসহ প্রবাসী বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একটি বাণী প্রকাশ করে জয় বাংলা পত্রিকা। উল্লেখ্য, ঈদের আগের দিন অর্থাৎ ১৯ নভেম্বর কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল প্রবাসী বাংলাদেশ সরকারের মুখপাত্র সাপ্তাহিক ‘জয় বাংলা’।
শুভেচ্ছা বাণীতে তাজউদ্দীন আহমদ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জনসাধারণকে ঈদ উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের যে আনন্দ আজ আমরা হারিয়েছি, তা আমাদের জীবনে পুনঃপ্রতিষ্ঠা হবে সেদিনই, যেদিন আমরা দেশকে সম্পূর্ণরূপে শত্রুমুক্ত করবো।’
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin