নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর গোদাগাড়ীতে দুর্বৃত্তদের দেওয়া পেট্রোল বোমার আগুনে একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে।
রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
জানা গেছে, শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছনে চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসেন। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারেন। এতে আগুন ধরে গেলে বাস থামিয়ে দেন চালক। এতে দ্রুত যাত্রীরা নেমে যেতে সামর্থ হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুড়ে যায়। পরে সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ আসে।
গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। হেলমেট থাকায় কেউ চিনতে পারেননি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin