
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতে টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।
তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সটকে পড়েন তারা। এ ছাড়া জেলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
এদিকে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, হরতালে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল করছে। হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দু’এক স্থানে বিক্ষোভের খবর আসলেও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএনপি নেতারা সটকে পড়েছেন।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin