নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ভারতের উত্তরপ্রদেশে ‘হালাল’ লেখাযুক্ত পণ্য নিষিদ্ধ করার পর এবার ‘হালাল’ লেখাযুক্ত পণ্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছে বিহার। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ‘হালাল সার্টিফায়েড’ লেখা পণ্য বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।
এছাড়া হালাল লেখাযুক্ত পণ্য বিক্রি বন্ধের দাবি উঠেছে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানেও।
ভারতে খাদ্য পণ্যের ওপর হালাল ট্যাগ বিতর্ক দীর্ঘদিনের। সরকারিভাবে হালাল খাদ্য বা পণ্যের স্বীকৃতি নেই। ভারতে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে সরকারিভাবে স্বীকৃতি বা সার্টিফিকেট দেওয়ার অধিকারী সংস্থাটি হল এফএসএসএআই বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্থরিটি অফ ইন্ডিয়া। যদিও হালাল ইন্ডিয়া নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বেসরকারিভাবে ’হালাল’ সার্টিফিকেট দিয়ে থাকে।
সম্প্রতি লখনউয়ের হজরতগঞ্জ থানায় দায়ের হওয়া একটি এফআইআরকে হাতিয়ার করে বিষয়টি নিয়ে রাজ্য সরকার নড়েচড়ে বসে। থানায় অভিযোগ করা হয়, বেশ কিছু খাদ্যপণ্য বাজারে বিক্রি হচ্ছে যেগুলিতে হালাল সার্টিফিকেটের উল্লেখ রয়েছে। এইভাবে মানুষের বিশ্বাসকে পণ্য বিক্রির উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। বাস্তবে হালাল সার্টিফিকেটের কোনও সরকারি স্বীকৃতি নেই।
Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin