সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেদের দোষে যে পরিস্থিতিতে মাহাথির মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

ছেলেদের দোষে যে পরিস্থিতিতে মাহাথির মোহাম্মদ

নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছেলেদের দোষে ডুবতে বসেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মাহাথিরকে ডাকা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা এমএসিসি।

মাহাথির মোহাম্মদের দুই ছেলে মিরজান মাহাথির এবং মোখজানি মাহাথির। সম্প্রতি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমএসিসি সেই অভিযোগের তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে মাহাথিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ও শীর্ষ কমিশনার আজম বাকি।

বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে আজম বলেন, ‘মিরজান এবং মোখজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এরই মধ্যে দুই ভাইকে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।’

ছেলেদের সঙ্গে অর্থপাচারে সঙ্গে মাহাথিরের সংশ্লিষ্টতা রয়েছে কি না- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সরাসরি তার জবাব রেননি এমএসিসির শীর্ষ কমিশনার। তিনি বলেন, ‘অভিযোগটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষ হলে এবং উপযুক্ত সময় এলেই আমরা এ সম্পর্কিত বিশদ তথ্য দিতে পারব।’

১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ। টানা ২২ বছর এই পদে আসীন থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি। তারপর জাতীয় রাজনীতির স্বার্থে ফের ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

এই পদে ২০২০ সাল পর্যন্ত থাকেন মাহাথির মোহাম্মদ। তাকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। শুধু মালয়েশিয়ারই নয়, এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটিও এখন পর্যন্ত রয়েছে তার দখলে।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মাহাথিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এমনকি মাহাথির ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন কারাগারেও থেকেছেন তিনি। অনেকেরই ধারণা, মাহাথিরের পরিবারের সদস্যদের বিপদে ফেলতে এমএসিসিকে ব্যবহার করছে আনোয়ারি ইব্রাহিম প্রশাসন। তবে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(225 বার পঠিত)
(203 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]